বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
শুভ্রকান্তি মজুমদার
ফিরে এসো
ফিরে এসো, ফিরে এসো
আবার কাছে।
বুকের ভিতর যে তিরটা বিঁধে আছে,
খুলে নাও তাকে আলগোছে।
রক্তাক্ত ক্ষতস্থান যত্নে করো নিরাময়
তারপর দেখ, আমি সেই
আগের মতোই আছি কিনা সেই হৃদয়,
সেই মন নিয়ে। এখনো পুড়ে পুড়ে
নিঃশেষ হয়ে গিয়ে হইনি ভস্ম,
বুভুক্ষু বুকের বীণার তার আমার,
আবার বেজে উঠবে, পেলে সেই অতি
পরিচিত তোমার আঙুলের স্পর্শ।
এ কথা নিশ্চিত জেনো।
ফিরে এসো,
আবার ফিরে এসো, এই নদীতে চড়া
পড়েনি মোটেও, এখনো বুকজল ভরা।
ডুব দাও, সাঁতার কাটো, সবকিছু হয়ে গেলে
তোমায় নিয়ে, আবার আকাশে উড়ব,
এখনো ভুলে যাইনি আমি
আকাশে ডানা মেলে ওড়া।
বুকের ভিতর যে তিরটা বিঁধে আছে,
খুলে নাও তাকে আলগোছে।
রক্তাক্ত ক্ষতস্থান যত্নে করো নিরাময়
আগের মতোই আছি কিনা সেই হৃদয়,
সেই মন নিয়ে। এখনো পুড়ে পুড়ে
নিঃশেষ হয়ে গিয়ে হইনি ভস্ম,
বুভুক্ষু বুকের বীণার তার আমার,
আবার বেজে উঠবে, পেলে সেই অতি
পরিচিত তোমার আঙুলের স্পর্শ।
এ কথা নিশ্চিত জেনো।
ফিরে এসো,
আবার ফিরে এসো, এই নদীতে চড়া
পড়েনি মোটেও, এখনো বুকজল ভরা।
ডুব দাও, সাঁতার কাটো, সবকিছু হয়ে গেলে
তোমায় নিয়ে, আবার আকাশে উড়ব,
এখনো ভুলে যাইনি আমি
আকাশে ডানা মেলে ওড়া।
ফিরে এসো, আবার ফিরে এসো।
বাহ্, বেশ সুন্দর l
ReplyDeleteবাহ্, বেশ সুন্দর l
ReplyDeleteঅনবদ্য...
ReplyDeleteদারুণ
ReplyDeleteদারুণ
ReplyDeleteভালো লাগলো
ReplyDeleteখুব সুন্দর।মন উড়ে গেল...
ReplyDeleteNice
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDelete