বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
ফটিক চৌধুরী
নিষ্ঠুর সময়
১.
ভালবাসার সোনালি ডানায়
উড়ে যেত যে পাখি, নীলাকাশে
বিষণ্ণ জানালা খুলে দেখি
তার ডানায় রৌদ্রের দারিদ্র্য-উড়ান
২.
যে নদীটি ফেলে এসেছি
সেটি ভালবাসার
নদীর শরীর জুড়ে ভাঙন
এখন গর্ভও নেই, যন্ত্রণাও নেই
৩.
তার চোখের নীচে কালি, বলিরেখা
মুখে অনেক ডার্ক সার্কল
প্রসাধনেও আড়াল নয়
হারিয়েছে উজ্জ্বলতা, দীপ্তি
৪.
মনের অলিন্দে কতকিছু খেলা করে
সোনালি দিন, কত রূপোলি রেখা
সবকিছু কেড়ে নেয় নিষ্ঠুর সময়
এখন কাটে না বিরহের বেলা
ভালবাসার সোনালি ডানায়
উড়ে যেত যে পাখি, নীলাকাশে
বিষণ্ণ জানালা খুলে দেখি
তার ডানায় রৌদ্রের দারিদ্র্য-উড়ান
যে নদীটি ফেলে এসেছি
সেটি ভালবাসার
নদীর শরীর জুড়ে ভাঙন
এখন গর্ভও নেই, যন্ত্রণাও নেই
তার চোখের নীচে কালি, বলিরেখা
মুখে অনেক ডার্ক সার্কল
প্রসাধনেও আড়াল নয়
হারিয়েছে উজ্জ্বলতা, দীপ্তি
মনের অলিন্দে কতকিছু খেলা করে
সোনালি দিন, কত রূপোলি রেখা
সবকিছু কেড়ে নেয় নিষ্ঠুর সময়
এখন কাটে না বিরহের বেলা
সুন্দর লিখেছেন।
ReplyDelete