বিরহ | সম্পাদকীয়
বিরহ
‘যে আসে লঙ্কায় সেই হয় রাবণ’ বহুকাল ধরে প্রচলিত কথা এবং কথাটা যে মিথ্যে নয় তা বারে বারে যুগে যুগে প্রমাণিত। এ আর কিছু নয়, সিংহাসনের মাহাত্ম্য। ক্ষমতার জাহির। সে ক্ষমতা যে পথেই আসুক না কেন। ক্ষমতা ক্ষমতাই। শাসনদণ্ড শুধু শাসন করতেই জানে, তার না আছে হৃদয় না আছে মানব-সুলভ কোমলচিত্ত। সত্যি, সিংহাসনের কী অপার মহিমা!
হয়তো এটাই দস্তুর, নইলে যথার্থই নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে জীবনমরণ সংগ্রাম করে উঠে আসা মানুষেরও অনেকের মধ্যেই এমন প্রবণতা দেখা যায় কেন! ‘কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে, ভাই ব’লে ডাকিস যদি দেব গলা টিপে’। আসলে ক্ষমতাদর্পীরা এ কথা বেমালুম ভুলে যান ‘ঘুঁটে পোড়ে গোবর হাসে’। কালের ধর্মে একদিন-না-একদিন পালাবদল হবেই হবে। সেদিন মহাকালের কাছে মুখ দেখাবার জায়গাটুকুও থাকবে তো?
ইতিহাস কিন্তু সবই মনে রাখে, তার কোন পছন্দ-অপছন্দের বালাই নেই, এটাই ইতিহাসের বৈশিষ্ট্য। মাঝে পড়ে কিছু আপাতনিরীহ মানুষের রক্তের বন্যায় উর্বর হবে ভূমি। কিন্তু এই আপাতনিরীহ মানুষই গণজাগরণের ডাক দিলে স্বর্গ থেকে ভগবানও নেমে আসতে বাধ্য হবেন ধরাধামে। হয়তো সেদিন খুব দূরে নয়। ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে।
দণ্ডের কাছে মানবতা প্রত্যাশা করা বৃথা, যুবসমাজ এবং প্রেমই একমাত্র ভরসা।
সম্পাদকীয় নিবন্ধ খুব ভালো হয়েছে।
ReplyDeleteআপনাকে ধন্যবাদ জানাই সম্পাদকীয় নিবন্ধ পড়ার জন্য। সঙ্গে থাকুন।
Deleteপ্রেম-বিরহ-প্রেম... পদে পদে বাধার পাথর ঠেলে এগিয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছেন— "প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন"। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় পড়েছিলাম, "প্রেমের অকাল মৃত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়"। ভালোবাসায় জল উষ্ণ হয়, কিন্তু ওই জল কখনো প্রেমের আগুনকে নেভাতে পারে না। 'বিরহ' নামক দারুণ একটি এপিসোড এবারের বাতায়ন সংখ্যায়। প্রিয় সম্পাদক বন্ধু অজয় বাবুকে আমার আন্তরিক ভালোবাসা এবং বাতায়নের জন্য অনেক শুভ কামনা। 🌹🌹❤️💖
ReplyDeleteঅনেক ধন্যবাদ দীপক-দা। এভাবেই সঙ্গে থাকুন।
Deleteবিরহ নিয়ে লেখা সম্পাদকীয়টি খুব ভালো লাগলো।
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধু, পরিচয় জানতে পারলে ভালো লাগত। সঙ্গে থাকুন।
Deleteপ্রেম ও বিরহ একে অপরকে বাঁচিয়ে রাখে,মানব হৃদয়ে.....খুব সুন্দর হয়েছে আপনার সম্পাদকীয় । দেবশ্রী
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই দেবশ্রী, ভাল থাকুন, আরও অনেক লিখুন।
Delete