বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
কেতকী বসু
অনিয়মের সত্যতা
একটা সাদা শব্দের অর্থ খুঁজতে টর্নেডো হয়ে যাই
যখন উড়ে যায় হাজারো ঘর
আমি তখন শব্দ খুঁজি, কালিমা লিপ্ত দিনের।
সুটকেসের ভিতর জমানো কাগজের টুকরো নিয়ে নৌকা বানাই ভেসে যাওয়া সত্যতা স্বীকারে।
যখন উড়ে যায় হাজারো ঘর
আমি তখন শব্দ খুঁজি, কালিমা লিপ্ত দিনের।
সুটকেসের ভিতর জমানো কাগজের টুকরো নিয়ে নৌকা বানাই ভেসে যাওয়া সত্যতা স্বীকারে।
অস্পষ্ট স্বরে কথা শুনে আমি দাবানল নেভাতে গিয়ে কিছুটা আগুনের
সাথে এক হয়ে যাই।
জুতোর ভিতরের উষ্ণতা নেভাতে খালি পায়ে হেঁটে চলি অনির্দিষ্ট
পথে।
মুখ বন্ধ রেখে শূন্যতা পূরণে অতিরিক্ত সময় ব্যয় করি গন্তব্যহীন পৃথিবীতে।
কলমহীন খাতার উপর জমানো কথার ভিড়ে হারিয়ে যায় কিছু অলৌকিক ছায়া।
মনের প্রশান্তির মাঝে লুকিয়ে থাকা আগামীর স্বপ্নে বিভোর কৌতূহলী চোখের জলে, খেলা করা বিরহী কাজের তুলনাহীন ব্যাপ্তির।
মুখ বন্ধ রেখে শূন্যতা পূরণে অতিরিক্ত সময় ব্যয় করি গন্তব্যহীন পৃথিবীতে।
কলমহীন খাতার উপর জমানো কথার ভিড়ে হারিয়ে যায় কিছু অলৌকিক ছায়া।
মনের প্রশান্তির মাঝে লুকিয়ে থাকা আগামীর স্বপ্নে বিভোর কৌতূহলী চোখের জলে, খেলা করা বিরহী কাজের তুলনাহীন ব্যাপ্তির।
No comments:
Post a Comment