বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
উৎপলেন্দু দাস
বিরহ
এসো মননে, পাই না নয়নে, তবু কেটে যায় দিন
এসো নৃত্যের ছন্দে বীণার সুমধুর ঝংকারে।
এসো নৃত্যের ছন্দে বীণার সুমধুর ঝংকারে।
এসো হে প্রিয়, দৃশ্যাবলী হয়ে আসে ক্ষীণ
জ্বালো অকম্পিত দীপশিখা নিকষ কালো আঁধারে।
জ্বালো অকম্পিত দীপশিখা নিকষ কালো আঁধারে।
চেয়েছি তোমাকে হে মধুর, কাটে না বিরহের দিন
রয়ে গেছে অশেষ ঋণ, পড়ে আছি অকূল পাথারে।
রয়ে গেছে অশেষ ঋণ, পড়ে আছি অকূল পাথারে।
খুব সুন্দর লিখেছেন।
ReplyDeleteধন্যবাদ জানাই
Deleteসংবেদনশীল প্রতিটি ছত্র! অনবদ্য! 👌💐🙏
ReplyDeleteধন্যবাদ জানাই
Delete