বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
উদয় মণ্ডল
ভালবাসা
তোমার কমল সৌন্দর্যে
আমার গভীর চুম্বন স্পর্শ লেগে আছে,
তোমার কান্তিময় ক্যানভাসমুখে
আমার ভালবাসার বিজ্ঞাপন আঁকা,
তোমার আপাদমস্তক চুম্বক হিন্দোলে
আজও আমার অস্তিত্ব নির্মোকহীন নেচে ওঠে!
আমার ভালবাসার কাছে
তোমার ভালবাসা জমা,
তোমার ভালবাসার কাছে
আমার ভালবাসাও—
আমরা কেউ
ভালবাসা ঋণমুক্ত হইনি কখনও
অথচ—সেই তুমিই কিনা
আমাদের চেনা বিকেলের সোনালি রোদছোঁয়া
আঁকাবাঁকা হরিৎ পথ ধরে,
তোমার অহংকারী মধুচন্দ্রিমার গল্প শুনিয়ে
আমাকে দিকশূন্যপুরে রেখে,
সূর্যাস্তের মতো অদৃশ্য হয়ে গেলে...
আমার গভীর চুম্বন স্পর্শ লেগে আছে,
তোমার কান্তিময় ক্যানভাসমুখে
আমার ভালবাসার বিজ্ঞাপন আঁকা,
তোমার আপাদমস্তক চুম্বক হিন্দোলে
আজও আমার অস্তিত্ব নির্মোকহীন নেচে ওঠে!
তোমার ভালবাসা জমা,
তোমার ভালবাসার কাছে
আমার ভালবাসাও—
ভালবাসা ঋণমুক্ত হইনি কখনও
আমাদের চেনা বিকেলের সোনালি রোদছোঁয়া
আঁকাবাঁকা হরিৎ পথ ধরে,
তোমার অহংকারী মধুচন্দ্রিমার গল্প শুনিয়ে
আমাকে দিকশূন্যপুরে রেখে,
সূর্যাস্তের মতো অদৃশ্য হয়ে গেলে...
ভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ।
Delete