বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
কেতকী বসু
সত্য প্রকাশে
বিরামহীন ছুটে চলায়
অনাবিল প্রশান্তি অনুভব করা প্রাণের স্পর্শ।
মেরুদণ্ডের ভিতর বয়ে যাওয়া শীতল রক্তের অকল্পনীয় বিস্তার।
বিচ্ছিন্নতার দৃঢ় সংকল্পে দলছুট প্রতিবাদে মুখর সমাবেশ।
সময়ের অভাবে বন্ধ করা ঘর ভেঙে পড়ে কোনো এক মধ্য রাতে।
ইচ্ছেরা পালিয়ে যায় বেহিসাবি যান্ত্রিক দুনিয়ায়।
কুয়াশার মধ্যে দিয়ে সন্ধ্যা নামে জ্বলে ওঠা প্রদীপের সাথে।
বিরহী প্রেমিক দিন গোনে লুকানো ভালবাসায়
হারানো ক্ষিদে নিয়ে।
মেরুদণ্ডের ভিতর বয়ে যাওয়া শীতল রক্তের অকল্পনীয় বিস্তার।
বিচ্ছিন্নতার দৃঢ় সংকল্পে দলছুট প্রতিবাদে মুখর সমাবেশ।
সময়ের অভাবে বন্ধ করা ঘর ভেঙে পড়ে কোনো এক মধ্য রাতে।
ইচ্ছেরা পালিয়ে যায় বেহিসাবি যান্ত্রিক দুনিয়ায়।
কুয়াশার মধ্যে দিয়ে সন্ধ্যা নামে জ্বলে ওঠা প্রদীপের সাথে।
বিরহী প্রেমিক দিন গোনে লুকানো ভালবাসায়
হারানো ক্ষিদে নিয়ে।
ভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ জানাই আপনাকে
Delete