বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
রীনা ঘোড়াই ঘোষ
তোমাকে ভালবেসে
আমি ভালবাসি তোমায়,
তোমাকে ভালবেসে
দিন-রাত কাটাচ্ছি একাকিত্বের যন্ত্রণায়।
আমি ভালবাসি তোমায়,
তোমাকে ভালবেসে
দুজনাতে ঘর বুনেছি কল্পনায়।
আমি ভালবাসি তোমায়,
তোমাকে ভালবেসে
ঘর ছেড়েছি আমি,
সবাইকে আপন করে
পর করে দিয়েছ আমায় তুমি।
তোমাকে ভালবেসে
দিন-রাত কাটাচ্ছি একাকিত্বের যন্ত্রণায়।
তোমাকে ভালবেসে
দুজনাতে ঘর বুনেছি কল্পনায়।
তোমাকে ভালবেসে
ঘর ছেড়েছি আমি,
সবাইকে আপন করে
পর করে দিয়েছ আমায় তুমি।
No comments:
Post a Comment