প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, March 16, 2024

কুশল মৈত্র | দৃশ্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০


কবিতা

কুশল মৈত্র

দৃশ্য


র্ট গ্যালারির নির্বাক ছবিগুলি
কথা বলে অযাচিত ভাষায়—
পাবলো পিকাসো ধরা দেয়।
মোটা আতস কাচ ঝাপসা হতে থাকে—

রং-তুলির ক্যানভাসে
উলঙ্গ আকাশ ঢাকছে নিজেকে!
নীল-চারিদিকে নীলের মহিমায় জগৎ আচ্ছন্ন
ওড়নাতে ঢাকা পড়ে আছে
তোমার উদ্দাম যৌবনবতী রাধা—
পড়তে পড়তে জলছবি হয়ে
সবই মিলিয়ে যায়
ক্যানভাসে ধরা থাকে
নগ্ন চিবুক আর বিমূর্ত চাহনি।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)