বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
কার্তিক মণ্ডল
বীজতলা
দু'চোখ সূর্য নিয়ে দাঁড়িয়ে সকাল
অমৃতের পুত্ররা আজও রাত জাগে
অবসন্ন পৃথিবীর কোলে ধ্রুবতারা হয়ে।
যুধিষ্ঠির হতে না পারলেও কেউ দুর্যোধন
হতে যেও না।
মাটির বুকে বীজ তলা বোনে স্বপ্ন
প্রেম
ঈশ্বর কণার শান্তির স্বর্গে হাত বাড়ালেই উঠোন
No comments:
Post a Comment