বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
এভাবে চাইনি তবু
হঠাৎ চুপচাপ
উল্টো দিকে তাকিয়ে একটানা
কার জন্য বেহাগে বেজেছে সুর
ফেরার ঠিকানায় অঙ্কের সিঁড়ি ভাঙা
এখানে গন্তব্য পথে
কষ্টের বাঁক অভাবের পায়ে পায়ে
নিশ্বাস ঠোঁট থেকে ঠোঁটে মাপা
দূরত্বটুকু থেকে যায় একে অন্যের গায়ে।
উল্টো দিকে তাকিয়ে একটানা
কার জন্য বেহাগে বেজেছে সুর
ফেরার ঠিকানায় অঙ্কের সিঁড়ি ভাঙা
কষ্টের বাঁক অভাবের পায়ে পায়ে
নিশ্বাস ঠোঁট থেকে ঠোঁটে মাপা
দূরত্বটুকু থেকে যায় একে অন্যের গায়ে।
কঠিন
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete