বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
তীর্থঙ্কর সুমিত
নদীর সাবলীলতা
নিজের...
সত্তার ভেতর বন্ধুত্বের লড়াই
যেভাবে পাহাড়েরা
একদিন গাছ হাওয়ার
স্বপ্ন দেখেছিল
নদীগুলো মিশেছিল
বাঁকা পথ ধরে
অনন্ত পথে শুধুই সার্বিকতার বাহার
সত্তার ভেতর বন্ধুত্বের লড়াই
যেভাবে পাহাড়েরা
একদিন গাছ হাওয়ার
স্বপ্ন দেখেছিল
নদীগুলো মিশেছিল
বাঁকা পথ ধরে
অনন্ত পথে শুধুই সার্বিকতার বাহার
চোরা স্রোতে আছড়ে পড়েছিল
কত নদীর সাবলীলতা।
কত নদীর সাবলীলতা।
No comments:
Post a Comment