বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
তীর্থঙ্কর সুমিত
সকাল দেখা
কিছু স্বপ্নচূড়ার স্বপ্ন ভাঙতে ভাঙতে
কখন যেন মিশে গেল তোমার অন্তরালে
মুখ ঘোরালেই বিবর্তিত সমাজ
উঠে আসে তোমার চৌহদ্দির মধ্যে
অবাক জলপান মুহূর্ত সময়ের সঙ্গে
নাম বদলে স্বজন হয়েছে
আর তুমি ক্রমশ
লোহিত সাগরে একদিন মিশে যাবে...
একটা সকাল দেখতে চাই।
কখন যেন মিশে গেল তোমার অন্তরালে
মুখ ঘোরালেই বিবর্তিত সমাজ
উঠে আসে তোমার চৌহদ্দির মধ্যে
অবাক জলপান মুহূর্ত সময়ের সঙ্গে
নাম বদলে স্বজন হয়েছে
আর তুমি ক্রমশ
No comments:
Post a Comment