বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
তূয়া নূর
প্রত্ন
কোমল কোরক ঢেকে রাখো
মমতায়
প্রাকৃতিক কীট অণুজীব
থেকে
নিরাপত্তা দাও তাকে দু'হাতে
আড়াল করো তেজস্ক্রিয় বিষ,
চকচকে অস্ত্রে কালো
রেখা টেনে দাও
লোভাতুর ঠোঁটে।
বুকের গহীন তলে লুকানো
আদিম প্রত্ন,
আবরণ দিয়ে ঢেকে রাখো
তুমি
সমস্ত বৈভব দিয়ে।
প্রকৃতির সব শক্তি
বিকশিত হয় নিজস্ব নিয়মে,
শক্ত শিলার বেষ্টন ভেঙে
সাহসী পত্রালী
বাতাসের সাথে জড়াজড়ি
করে,
বুকে ধরে রাখে অমলিন
তাপ,
বিকশিত ভ্রূণ চোখে
ফোটায় কিংশুক।
আলো বাতাসের মতো তাকে
পৃথিবীর সমস্ত সম্পদে সুষম বণ্টন দাও।
সরাও বিষাক্ত ফণা সমস্ত
ভূ-ভাগ থেকে।
প্রকৃতির সব শক্তির মতন
বিকশিত হতে দাও,
হেঁটে যেতে দাও এই
রাজপথ দিয়ে
No comments:
Post a Comment