বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
ফিরোজা খাতুন
অনুরাগের তাপে গলে তপ্ত চাঁদনি
অনুরাগের তাপে গলে তপ্ত
চাঁদনি,
ক্ষিপ্র-গতি হুন্ডাই সিটিতে চাঁদ চলে সোনাগাছি,
সওদায় সোহাগ নিতে
উদ্বৃত্ত প্রেম ঢালা গ্লাসে, সস্তার মুখগুলোর প্রতিচ্ছবি,
নিশিমত্ত নেশায়, কালো সম্পর্কের মুদ্রাস্ফীতি,
পরিপূর্ণ ঐশ্বর্য নিয়ে
আকাশ নিশ্চল
কিছু অদম্য তারা স্বচ্ছ-অভিযানে গ্যালাক্সিতে।
আঁধার রাতে নিজের
গল্পগুলো—
জোড়াতালি দিয়ে র্নিঘুমের বিছানা পাতি,
রাত জেগে দুঃখ খুঁজি।
ক্ষিপ্র-গতি হুন্ডাই সিটিতে চাঁদ চলে সোনাগাছি,
সওদায় সোহাগ নিতে
উদ্বৃত্ত প্রেম ঢালা গ্লাসে, সস্তার মুখগুলোর প্রতিচ্ছবি,
নিশিমত্ত নেশায়, কালো সম্পর্কের মুদ্রাস্ফীতি,
কিছু অদম্য তারা স্বচ্ছ-অভিযানে গ্যালাক্সিতে।
জোড়াতালি দিয়ে র্নিঘুমের বিছানা পাতি,
রাত জেগে দুঃখ খুঁজি।
No comments:
Post a Comment