বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
বিমল চন্দ্র রায়
নিজের ঢাক
ঢাকি নই, তবু ঢাকটা রেখেছি, পেটাই সময় হলে,
নিজের নামটা করতে প্রচার
ঢাক না পেটালে চলে?
মানুষটা আমি কতটা যে বড়
কেমনে বুঝবে সবে,
পরের জন্য প্রাণটা দিলেও
চিনেছে তাকে কে কবে?
তাই দেনা করে ঢাকটা কিনেছি
পেটে পড়ে তাই টান,
তবু দুখ নাই এটাকে বাজিয়ে
করি যে বড়র ভান।
নিজের ঢাকটা নিজেই পেটালে
আজ আর হয় না দোষ,
আপনার ঢাক আপনি পিটিয়ে
পাই বড় সন্তোষ।
নিজের ডঙ্কা নিজেই পেটানো
নতুন যুগের রীতি,
কাজ ফেলে তাই প্রাণ খুলে গাই
আপন বিজয় গীতি।
নিজের নামটা করতে প্রচার
ঢাক না পেটালে চলে?
কেমনে বুঝবে সবে,
পরের জন্য প্রাণটা দিলেও
চিনেছে তাকে কে কবে?
পেটে পড়ে তাই টান,
তবু দুখ নাই এটাকে বাজিয়ে
করি যে বড়র ভান।
আজ আর হয় না দোষ,
আপনার ঢাক আপনি পিটিয়ে
পাই বড় সন্তোষ।
নতুন যুগের রীতি,
কাজ ফেলে তাই প্রাণ খুলে গাই
আপন বিজয় গীতি।
No comments:
Post a Comment