বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
মালা ঘোষ মিত্র
চুপ
নিঃসঙ্গ আকাশে উড়ে
যাচ্ছে নীল ঘুড়ি
এক অপার সৌন্দর্যে মুগ্ধ
বন্দিদের সুর ছুঁয়ে যাচ্ছে মন
মাঝে মাঝে চুপ থাকি
ভেষজগাছ সবসময় উপকারী,
উত্তুরে হাওয়ার মতো সব অপমান
ভাসিয়ে দিচ্ছি চোখের জলে
কিছু ঝিনুক ভাঙলে
বেরিয়ে আসে মুক্তো—
চোরা স্রোতে ভেসে যায় কতকিছু
দানা খেয়ে উড়ে বেড়ায় পায়রা
তবুও সারাক্ষণ মনে বিরহ যন্ত্রণা—
এক অপার সৌন্দর্যে মুগ্ধ
বন্দিদের সুর ছুঁয়ে যাচ্ছে মন
মাঝে মাঝে চুপ থাকি
উত্তুরে হাওয়ার মতো সব অপমান
ভাসিয়ে দিচ্ছি চোখের জলে
কিছু ঝিনুক ভাঙলে
বেরিয়ে আসে মুক্তো—
চোরা স্রোতে ভেসে যায় কতকিছু
দানা খেয়ে উড়ে বেড়ায় পায়রা
তবুও সারাক্ষণ মনে বিরহ যন্ত্রণা—
No comments:
Post a Comment