বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
সুমন্ত কুণ্ডু
হে শূন্যতা
হে শূন্যতা
এবার টেনে নাও তোমার বিরাট বুকে
আমি পূর্ণ হবো!
এ আবর্তন অন্তহীন—
কেউ জানে না কোন অস্ত্রে তুমি প্রতিবার
ধ্বংস করো সৃষ্টির সব দম্ভ। কোন মন্ত্রবলে
লয়ের অন্তিম আঘাত থেকেও তুলে আনো
আলতো কাঁচা জ্যান্ত একটা প্রাণ!
কেউ জানে জানে না
তোমার অপরিমাপ্য ক্ষুধা, তোমার অনির্নেয় ক্ষমা।
হে শূন্যতা,
গ্রাস করো! এবার আমি পূর্ণ হবো।
এবার টেনে নাও তোমার বিরাট বুকে
আমি পূর্ণ হবো!
ধ্বংস করো সৃষ্টির সব দম্ভ। কোন মন্ত্রবলে
লয়ের অন্তিম আঘাত থেকেও তুলে আনো
আলতো কাঁচা জ্যান্ত একটা প্রাণ!
তোমার অপরিমাপ্য ক্ষুধা, তোমার অনির্নেয় ক্ষমা।
অসাধারণ উপলব্ধি
ReplyDelete