বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম
সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
অজয় দেবনাথ
বরণ
তুমি এসো
কুসুম-রঞ্জিত পথে, সুবাসিত ঘ্রাণে, ভ্রমরগুঞ্জনের মাঝে
তুমিই এসো
চিরকাল হৃদয় খালি থাকে
কি বলো
সময়ের নির্ঘন্টে সময় চলে যায়
বাতাসও বসে থাকে না
বরণের উপাচার সাজানোই
আছে
রাত পোহালে কখন বাসি হয়ে যায়
মনের গতিবিধির কথা কে বলতে পারে বলো
তার থেকে তুমিই এসো এই বেলা
বসন্তদূতও বসে আছে
এরপর… কখন অবেলার ডাক পড়ে
নাহয় এখন তুমিই জিতে নাও জয়মাল্য তোমার
কুসুম-রঞ্জিত পথে, সুবাসিত ঘ্রাণে, ভ্রমরগুঞ্জনের মাঝে
তুমিই এসো
সময়ের নির্ঘন্টে সময় চলে যায়
বাতাসও বসে থাকে না
রাত পোহালে কখন বাসি হয়ে যায়
মনের গতিবিধির কথা কে বলতে পারে বলো
বসন্তদূতও বসে আছে
এরপর… কখন অবেলার ডাক পড়ে
নাহয় এখন তুমিই জিতে নাও জয়মাল্য তোমার
অপূর্ব
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল তবে আপনার পরিচয় পেলে আরো ভাল লাগত।
DeleteKhub sundar presentation hyeche....khub significant....
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধু। কিন্তু আপনার নাম, পরিচয় জানতে খুব ইচ্ছে করছে।
Deleteভালোবাসার মানুষের কাছে হেরে যাওয়াতেও সুখ আছে.
ReplyDeleteআমি আমার ভালোবাসার মানুষের কাছে সবসময় হেরে যেতে চাই..
আপনার সব লেখাই হৃদয় স্পর্শী,খুব ভালো থাকবেন❤️🙏🙏🙏
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তবে আপনার মতো একজন বন্ধুর পরিচয় জানতে না পারার আপশোশ থেকেই যাচ্ছে।
Delete