বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম
সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
অজয় দেবনাথ
তুমি এসো…
হাজার পাথর ঠেলে তুমি
এলে
যত বাধা নিমেষে ছুঁড়ে জানালে আমন্ত্রণ…
মধুর-মদির স্বরে বসন্তের দ্বার গেল খুলে
শাখে শাখে কোকিলের কুহুতান, ফুলে ফুলে রঙিন-সুবাস…
মুহূর্তে বদলে গেল দিগন্তের রং—
কথা দিলে— এরপর নিবিড়
করে আসবে কাছে
তোমার যা-কিছু সব নিয়ে
তোমার আগমনী পথ ক্রমশ
দীর্ঘতর…
প্রতিটি নিশ্বাসও ভারী মনে হয়
মনে হয় এ বুঝি অনন্তের পথ চাওয়া…
আপন মনেই সাজিয়ে বাসর
পরখ করি বারবার
কোথায় বসতে দেব, কোন্ ফুলে করব বরণ
বীণাঝংকারে, সুগন্ধী আতরে শয়নঘর স্বপ্নসম…
কখন আসবে তুমি—
যত বাধা নিমেষে ছুঁড়ে জানালে আমন্ত্রণ…
মধুর-মদির স্বরে বসন্তের দ্বার গেল খুলে
শাখে শাখে কোকিলের কুহুতান, ফুলে ফুলে রঙিন-সুবাস…
মুহূর্তে বদলে গেল দিগন্তের রং—
তোমার যা-কিছু সব নিয়ে
প্রতিটি নিশ্বাসও ভারী মনে হয়
মনে হয় এ বুঝি অনন্তের পথ চাওয়া…
কোথায় বসতে দেব, কোন্ ফুলে করব বরণ
বীণাঝংকারে, সুগন্ধী আতরে শয়নঘর স্বপ্নসম…
কখন আসবে তুমি—
সুন্দর! খুব ভালো লাগল..
ReplyDeleteধন্যবাদ দীপক-দা। ভাল থাকবেন।
Deleteসুন্দর❗খুব ভালো লাগল।
ReplyDelete