বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম
সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
আবদুস সালাম
মরুপাহাড়ের আয়ুহীন ভবিষ্যৎ
প্রাপ্তবয়স্ক আঁধার ঘিরে ধরেছে পথ
সামনে আয়ুহীন ভবিষ্যৎ
ক্ষুধা তৃষ্ণায় টালমাটাল পা
মানবিক জানলা দিয়ে
ঢুকছে শূন্যতার বিকারগ্রস্ত মেঘ
দম বন্ধ করা আঁধার বুনছে চক্রান্তের জাল
আধ্যাত্মিক জ্ঞান দিচ্ছে ধর্ম মানুষ
বিমর্ষ পৌরুষ জুড়ে
মরুপাহাড়ের নিঃস্ব অহংকার
সফল পুরুষ রাজনৈতিক ব্যাকরণের গল্প শোনায়
জীবনের গল্পগুলো তখন প্যাঁচার বাসায় ঘুম পাড়ে
নিরর্থ মানুষের পাশে ঘুরঘুর করে নিরক্ষর ছায়া
বেকারগ্রস্থ মানুষ ডুবে
যায় বিপদসংকুল খাদে
তীরভূমি ছুঁয়ে থাকে অবশিষ্ট বিষাদ
উপাসনালয়ে জুড়ে পড়ে আছে বন্দরের সঙ্গম
অনিশ্চিত ভবিষ্যতের মাথায় ঝুলছে দুর্যোগের চিহ্ন
মৃত্যুর উৎসব শেষ হলে ছায়াজন্ম মেনে নেয় আনুগত্যের শিলালিপি
সামনে আয়ুহীন ভবিষ্যৎ
ক্ষুধা তৃষ্ণায় টালমাটাল পা
দম বন্ধ করা আঁধার বুনছে চক্রান্তের জাল
আধ্যাত্মিক জ্ঞান দিচ্ছে ধর্ম মানুষ
সফল পুরুষ রাজনৈতিক ব্যাকরণের গল্প শোনায়
জীবনের গল্পগুলো তখন প্যাঁচার বাসায় ঘুম পাড়ে
নিরর্থ মানুষের পাশে ঘুরঘুর করে নিরক্ষর ছায়া
তীরভূমি ছুঁয়ে থাকে অবশিষ্ট বিষাদ
উপাসনালয়ে জুড়ে পড়ে আছে বন্দরের সঙ্গম
অনিশ্চিত ভবিষ্যতের মাথায় ঝুলছে দুর্যোগের চিহ্ন
মৃত্যুর উৎসব শেষ হলে ছায়াজন্ম মেনে নেয় আনুগত্যের শিলালিপি
No comments:
Post a Comment