বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম
সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
আবদুস সালাম
বিশ্বাস
মরা রোদের ব্যালকনিতে বিশ্রাম নিচ্ছে দীর্ঘশ্বাস
মরুভূমির মাঠে পাট নিচ্ছি ধান রোয়ানোর
শূন্যতার অন্ধকারে ডুবে যায় আমাদের লালিত বিশ্বাস
তলপেট চুঁইয়ে নামে অনাকাঙ্ক্ষিত ভেদজল
কারা যেন নারীর শরীরে
আঁকছে জীবন্ত উল্কি
বিকারগ্রস্ত মানুষ ডুবে যাচ্ছে বিশ্বাসের নদীতে
অন্য অনুভূতি
ReplyDelete