প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, March 16, 2024

তুহিন কুমার চন্দ | একা বুদ্ধ সামলে যাচ্ছে

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০


কবিতা

তুহিন কুমার চন্দ


একা বুদ্ধ সামলে যাচ্ছে


একা বুদ্ধ সামলে যাচ্ছে চন্দনের ঘ্রাণ
বৈঠা হাতে চাঁদবেনে হরিণীর নাভি চিড়ে কস্তুরী নিয়েছে কাল গ্রহণের মাঠে।
তুমি একা দীপকরাগের সাথে হৃদয়ের আগুন ছড়িয়ে দিয়ে গেছ পাহাড়ের গায়ে।

আমি কি মেঘমল্লারে বৃষ্টি নিয়ে ফিরে যাবো হরিতকি বনে?

চিবুক স্পর্শ করেছে যারা তারা আজ নিভন্ত মোমবাতি স্বপ্নের কাছাকাছি ফেলে রেখে গেছে।
মাজারের কাছে পোড়া মোমবাতি সবুজ কাপড়ে ঢাকা বাঁকা চাঁদ জ্যোৎস্নায় খেলেছিল লুকোচুরি খেলা।

 

তুমি আগুন ছড়িয়ে দিলে পাখিদের গানে,
শপথের নামে যারা চলে গেছে বহুদূরে
তাদের জন্য নৌকার পালে বাঁধা বাতাসচুম্বনে রাতচড়া পাখি
রোদ নিয়ে উড়ে গেছে বহুদিন আগে।

 

এতকাল চাঁদবেনে মাধুকরী ডিঙা নিয়ে গেয়েছিল ভাসানের গান।
সূর্যস্নানে একা বুদ্ধ সামলে যাচ্ছে চন্দনের ঘ্রাণ,
তুমি কি যাবে সেই অমৃতমন্থনে! যেখানে সাপুড়েরা বিষচুষা গাছের শেকড়ে রেখে গেছে জীবনের গান।

 

তুমি কি যাবে সেইখানে অমারাতে বাসুকির ফণা ছিঁড়ে চন্দনের বনে
যেখানে রাতচড়া পাখি জ্যোৎস্নায় ফিরে গেছে বহুদিন আগে?
তুমি কি যাবে সেইখানে!


No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)