কবিতা
তুহিন কুমার চন্দ
একা বুদ্ধ সামলে যাচ্ছে
চিবুক স্পর্শ করেছে যারা তারা আজ নিভন্ত মোমবাতি স্বপ্নের কাছাকাছি ফেলে রেখে
গেছে।
মাজারের কাছে পোড়া মোমবাতি সবুজ কাপড়ে ঢাকা বাঁকা চাঁদ জ্যোৎস্নায় খেলেছিল
লুকোচুরি খেলা।
তুমি আগুন ছড়িয়ে দিলে পাখিদের গানে,
শপথের নামে যারা চলে গেছে বহুদূরে
তাদের জন্য নৌকার পালে বাঁধা বাতাসচুম্বনে রাতচড়া পাখি
রোদ নিয়ে উড়ে গেছে বহুদিন আগে।
এতকাল চাঁদবেনে মাধুকরী ডিঙা নিয়ে
গেয়েছিল ভাসানের গান।
সূর্যস্নানে একা বুদ্ধ সামলে যাচ্ছে চন্দনের ঘ্রাণ,
তুমি কি যাবে সেই অমৃতমন্থনে! যেখানে সাপুড়েরা বিষচুষা গাছের শেকড়ে রেখে গেছে
জীবনের গান।
তুমি কি যাবে সেইখানে অমারাতে
বাসুকির ফণা ছিঁড়ে চন্দনের বনে
যেখানে রাতচড়া পাখি জ্যোৎস্নায় ফিরে গেছে বহুদিন আগে?
তুমি কি যাবে সেইখানে!
No comments:
Post a Comment