বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
তাপস মাইতি
অভিশপ্ত
রেখার ধার ধরে উঠছি উপরে
তলার ছায়া দেখাচ্ছে ভয়
তলার ছায়া দেখাচ্ছে ভয়
আশ্চর্যজনক ভাবে গন্ডি টপকে
বাঘ, আক্রমণ হেনেছে
তার শিকারকে
পেনসিলে টেনে দেওয়া সেই
দাগের উপর আমার জীবন
অন্ধকারে খাচ্ছে হাবুডুবু।
বাঘ, আক্রমণ হেনেছে
তার শিকারকে
পেনসিলে টেনে দেওয়া সেই
দাগের উপর আমার জীবন
অন্ধকারে খাচ্ছে হাবুডুবু।
No comments:
Post a Comment