বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
কৌশিক চক্রবর্ত্তী
অচেনা পুকুরপাড়ে
স্বরলিপিটুকু তুলেছ যখন, হাতে পাতা ছিল নিশি
কাজল দিঘির ঈশান কোণটা আজও খুঁজে নেওয়া দায়
স্মরণে আসে না পাড়ে বসে শেষ কবে কার সাথে মিশি
তুমি চেয়েছিলে অচেনা পাঁজর, আঘাতের পন্থায়।
ঘুরে ঘুরে সেই দেখেছি গোপন, রাত থেকে রাত জানে
যেটুকু বিছানা বাঁধা আছে কোণ, মশারির দাম বাকি
নিজের শরীরে আয়নার দাগ, কাচে লেখা তার মানে
বুঝে নেওয়া শুধু ঠোঁটের অদূরে খিদে খিদে সংজ্ঞা কী?
হেঁটে যাওয়া ক্রমে খাদ বেয়ে বেয়ে, নীচে চাঁদ বোনা দিন
যতটুকু আলো চোখের আড়াল, আঙুলের পাশে বাড়ে
ভিজে যায় শেষ অগ্রহায়ণ, বর্ষা রাতের সিন
তোলা আছে সেই জোয়ারের জল অচেনা পুকুরপাড়ে।
কাজল দিঘির ঈশান কোণটা আজও খুঁজে নেওয়া দায়
স্মরণে আসে না পাড়ে বসে শেষ কবে কার সাথে মিশি
তুমি চেয়েছিলে অচেনা পাঁজর, আঘাতের পন্থায়।
যেটুকু বিছানা বাঁধা আছে কোণ, মশারির দাম বাকি
নিজের শরীরে আয়নার দাগ, কাচে লেখা তার মানে
বুঝে নেওয়া শুধু ঠোঁটের অদূরে খিদে খিদে সংজ্ঞা কী?
যতটুকু আলো চোখের আড়াল, আঙুলের পাশে বাড়ে
ভিজে যায় শেষ অগ্রহায়ণ, বর্ষা রাতের সিন
তোলা আছে সেই জোয়ারের জল অচেনা পুকুরপাড়ে।
অজানা পুকুরপাড়ে তোলা আছে অগ্রহায়ণ আর বর্ষারাতের দৃশ্য৷
ReplyDeleteখুব ভালো লেগেছে কবিতাটি৷