বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
তীর্থঙ্কর সুমিত
অন্য পৃথিবী
আকাশ রঙে যে মেঘের ছবি দেখেছি
আজ তা অতীত
সময়ের ক্যানভাসে এখন সব রঙই কালো
নীল, সবুজ অথবা লালের পরিবর্তন
ঘটবে এটাই ধ্রুব সত্য
যেমনভাবে তোমার হাত এখন বদলে
মায়া জড়ানো চাদর হয়েছে...
আর নিঃশ্বাসের সরলতা
আজ তা অতীত
সময়ের ক্যানভাসে এখন সব রঙই কালো
নীল, সবুজ অথবা লালের পরিবর্তন
ঘটবে এটাই ধ্রুব সত্য
যেমনভাবে তোমার হাত এখন বদলে
মায়া জড়ানো চাদর হয়েছে...
আর নিঃশ্বাসের সরলতা
ক্রমশ বদলাতে বদলাতে মিশে গেছে অন্য পৃথিবীর বুকে।
No comments:
Post a Comment