বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
দর্পণা গঙ্গোপাধ্যায়
পূর্বরাগ
নতুন ছোঁয়ায় তার মন উড়ু-উড়ু
চোখেতে বিস্ময় ভার মেঘ গুড়ুগুড়ু
সারারাত চ্যাট করে ভোরে ঘুম আসে,
নতুন সূর্যের আলো হাসিমুখে ভাসে
সারাদিন মন ছেয়ে এক ছায়া পড়ে।
সব কাজে ভুল হয় রাগ তার চড়ে।
অযথাই হাসে কাঁদে একা কথা বলে
হেথা-সেথা অসময়ে ভুল করে চলে
খাবারে অরুচি আজ নেই তার খিদে
পছন্দে খাবার ছেড়ে মাছে কাঁটা বিঁধে
আকাশের ভাসা মেঘ পিয়োন কখন
কথা বলে ছবি তোলে পূর্বরাগে মন।
চোখেতে বিস্ময় ভার মেঘ গুড়ুগুড়ু
সারারাত চ্যাট করে ভোরে ঘুম আসে,
নতুন সূর্যের আলো হাসিমুখে ভাসে
সারাদিন মন ছেয়ে এক ছায়া পড়ে।
সব কাজে ভুল হয় রাগ তার চড়ে।
হেথা-সেথা অসময়ে ভুল করে চলে
খাবারে অরুচি আজ নেই তার খিদে
পছন্দে খাবার ছেড়ে মাছে কাঁটা বিঁধে
আকাশের ভাসা মেঘ পিয়োন কখন
কথা বলে ছবি তোলে পূর্বরাগে মন।
No comments:
Post a Comment