প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | বসন্তের তীরে | দীপক বেরা

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

দীপক বেরা

বসন্তের তীরে


উত্থিত যৌবনের সাথে দেখা হয়
প্রতিটি বসন্তের তীরে—
 
মাটিতে সাজিয়ে দেয় ফুল আর ছায়া
তরুণ পাখিটিকে বাড়িয়ে দেয় হাত
তারপর দিগন্ত, নতুন থেকে নতুনতর
হাওয়ায় লিখে রাখে আগামীর ভাষা
বসন্তের নবপত্রে জাগে আগামীর সুর।
 
আমাদের পাপ নেই — পুণ্য নেই
শুধু চেতনায় আছে লুকোনো বিদ্যুৎ
ব্রহ্মময় আনন্দ-স্বরূপ
তুমি তার দেহ স্পর্শ করলে
তার হৃদয়ের সাথে কি দেখা হয়?
প্রতিটি সাক্ষাতের পর্ণা বর্ণের কুসুম তোলে
সাজায় সমিধের তর্পণ, আগুনসম্ভবা জাগে
নিপাতনে সমস্ত সন্ধি—
হৃদয়ের দহে জল ও আগুন একসাথে থাকে
সম্মোহিত যৌবনের জিহ্বাগ্রে ঝরে পড়ে
মৃদুরাগিনীর ছাতাজল
জিজ্ঞাসার পর জিজ্ঞাসা মুক্ত রেখে
অপার্থিব শুয়ে থাকে ভালবাসা-যুগল
ভরাযৌবনের গভীর গহনস্রোতে
ভ্রাম্যমাণ নাবিক তার রহস্যনোঙর ফেলে
প্রতিটি বসন্তের তীরে...!

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)