বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
পূর্বরাগ
তোমার সাথে প্রথম দেখার আগে—
তোমার ছবি এঁকেছিলাম মনে,
বসন্ত তার ভালবাসার ফাগে—
পলাশ যেমন ফুটিয়েছিল বনে।
আসবে তুমি, ভেবেছিলাম মনে—
যেমন করে হঠাৎই ঝড় আসে,
পাগল হাওয়া দোলা লাগায় বনে—
ঝড়ের সাথে খড়কুটো সব ভাসে—
তেমন করে আমিও যেতাম ভেসে—
বন্যা এলে যেমন ভাসায় নদী,
জীবন বাজি রেখেই দিতাম হেসে—
আমার সাথে নামতে পথে যদি।
চোখের পাতায় স্বপ্ন ছিল রাখা—
কল্পনাতে দেখেছিলাম সবই,
ভালবাসার রঙেই ছিল আঁকা—
নাম না জানা এক প্রেমিকের ছবি।
তোমার ছবি এঁকেছিলাম মনে,
বসন্ত তার ভালবাসার ফাগে—
পলাশ যেমন ফুটিয়েছিল বনে।
যেমন করে হঠাৎই ঝড় আসে,
পাগল হাওয়া দোলা লাগায় বনে—
ঝড়ের সাথে খড়কুটো সব ভাসে—
বন্যা এলে যেমন ভাসায় নদী,
জীবন বাজি রেখেই দিতাম হেসে—
আমার সাথে নামতে পথে যদি।
কল্পনাতে দেখেছিলাম সবই,
ভালবাসার রঙেই ছিল আঁকা—
নাম না জানা এক প্রেমিকের ছবি।
No comments:
Post a Comment