বাতায়ন/পূর্বরাগ/সম্পাদকীয়/১ম
বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
চোখ বন্ধ সব অন্ধ
চোখ বন্ধ থাকলে দৃষ্টিগ্রাহ্য
যে-কোনো কিছুই দেখা যায় না, কিন্তু তখনই মনের চোখ খুলে যায়। খুলে যায় কল্পনার ডানা।
তখন মানুষ যা দেখতে চায় দেখতে পায়। আর সেখান থেকেই পূর্বরাগের শুরু। সে রাধাই হোন আর
আজকের ইন্টারনেট-যুগের মানবমানবীই হোন।
যদিও ইন্টারনেটের দৌলতে
ছবি, অডিও-ভিডিও কলে আগের অনুভূতি থাকে না, দুধের স্বাদ ঘোলে মেটাতেই বাধ্য হন অনেক
মানুষ, কিন্তু প্রযুক্তিকে অস্বীকার করা সম্ভব নয়, আবার আজকের মানুষের হাতে (বিশেষত
নবীন প্রজন্ম) অতীতের অখণ্ড অবসরও নেই। অবশ্য যারা জেগে ঘুমোন বা মনের চোখও বন্ধ করে
রাখেন তাদের কথা না বলাই শ্রেয়।
কল্পনা ব্যতীত শিল্প-সাহিত্যের সৃষ্টি সম্ভব নয়। যেহেতু আমাদের সাহিত্যের অঙ্গন, আমাদের অঙ্গনে কবি-সাহিত্যিক, পাঠক-পাঠিকা কল্পনার জগতে হামেশাই বিচরণ করেন। সে জগৎ প্রেমের হোক বা অন্য যে-কোনো সদ্ভাবনাই হোক-না-কেন। তাদের কল্পনাশক্তির আরো সমৃদ্ধি কামনা করি তাতে সাহিত্য তথা সমাজেরই মঙ্গল।
অপূর্ব প্রচ্ছদ, কল্পনাই তো লেখকের শক্তি। ভার্চুয়াল জগতে কল্পনা অনেকাংশেই ফ্যাকাশে তবু আজও আছে।
ReplyDeleteধন্যবাদ মান্যবর। আমি চিত্রকর নই তবু এ প্রয়াস ভাল লাগলে সেখানেই আমার সার্থকতা। আপনার মতো পাঠকেরা অবশ্যই আমার প্রেরণা। তবে পরিচয়টা পেলে খুব খুশি হতাম।
Deleteভালো আলোচনা।সম্পাদকবন্ধুকে ধন্যবাদ।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ কবিবন্ধু... ভালো থাকুন।
Delete