প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, May 23, 2024

সাম্য | পম্পা ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

পম্পা ঘোষ

সাম্য


আদিবাসী ওই মেয়েটির সাথে
কীসের তফাৎ আমার?
সবার জন্ম মানব জঠরে
ইচ্ছেতে বিধাতার!
 
ওর যা চাওয়া ওর যা পাওয়া
একই কিন্তু সব
আমিই শুধু বিভেদ করি
ভিন্ন অনুভব।
 
আমরা যারা হাত গুটিয়ে অলস থাকি পড়ে,
পিতা-পতির টাকায় চলি বসে থাকি ঘরে!
 
তুমি যদি কর্ম করো তবেই তুমি মানুষ
অকর্মাদের এই ভুবনে থাকে না মান-হুঁশ!
 
নিত্য ওরা রোদে পুড়ে রংটি করে কালো
পরিশ্রমের চেহারাটি দেখতে লাগে ভাল।
 
আমরাই তো অহমিকায় বুদ্ধি বিবেক হারাই
সমাজটাকে বিভেদ করে, করি ভীষণ বড়াই!
 
আমরা বরং শিক্ষিত হই সুশিক্ষিত নই!
হিংসা বিভেদ থাকেই যদি লাভ কী পড়ে বই?
 
ওরা যারা পেটের দায়ে সব যাতনা সয়
ওরাই মানুষ এই সমাজে, আসল মানুষ হয়।
 
ছোট বড় উঁচুনিচু মানুষের নয় কাম্য
জেগে উঠুক ওই চেতনা, গড়ে উঠুক সাম্য।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)