বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
অজয় দেবনাথ
সুর বনে হামারা
অপেক্ষায় অপেক্ষায় মাথা
সাদা হয়ে গেল
অনেক আশা নিয়ে বাবারা… তাদের বাবারাও বসে ছিল
সমাজ বদল হবে
সকলে মিলে সাম্যের গান গাইবে
সত্যিকারের সাম্যের গান
কত-ও ‘হাতি ঘোড়া গেল
তল’
কত আশ্বাস, প্রকল্প, পরিকল্পনা
কিন্তু সাম্য এলো কই
এখনও ধনী আরও ধনী, গরিব আরোই গরিব
পুরোনো বন্ধুরা সাধারণকে
বলে পাগল, বলে বুরবাক
হুঁ… গরিবেরা আসলে বুরবাকই হয়
তবু আশায় আশায় দিন কাটে
একদিন নিশ্চয়ই আসবে তেমন দিন
যেদিন মানুষে-মানুষে আর ভেদ থাকবে না
আজগর খানের মতো…
সকলেই একসুরে গেয়ে উঠবে
‘মিলে সুর মেরা তুমহারা…’
অনেক আশা নিয়ে বাবারা… তাদের বাবারাও বসে ছিল
সমাজ বদল হবে
সকলে মিলে সাম্যের গান গাইবে
সত্যিকারের সাম্যের গান
কত আশ্বাস, প্রকল্প, পরিকল্পনা
কিন্তু সাম্য এলো কই
এখনও ধনী আরও ধনী, গরিব আরোই গরিব
হুঁ… গরিবেরা আসলে বুরবাকই হয়
একদিন নিশ্চয়ই আসবে তেমন দিন
যেদিন মানুষে-মানুষে আর ভেদ থাকবে না
আজগর খানের মতো…
সকলেই একসুরে গেয়ে উঠবে
‘মিলে সুর মেরা তুমহারা…’
একদম তাই ....আশা ছাড়া বাঁচা মুশকিল
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধু। পরিচয় পেলে খুশি হতাম।
ReplyDeleteবৃথা আশা মরিতে মরিতে... জয়িতা বসাক
ReplyDeleteবৃথা কেন জয়িতা অথবা হয়তো তাই, তবু সমাজে কিছু মানুষ তো আজও আদর্শ নিয়ে বাঁচে তাছাড়া আশা বাঁচিয়ে রাখলে ক্ষতি তো কিছু নেই।
Delete