বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতাগুচ্ছ
ভাস্কর
চক্রবর্তী
শুধু এইটুকু
যারা জেলে থাকেন,
ভাইসাহেব, শুধু তারাই বন্দী নয়।
যখন মনে এলো কথাটা, আমি তখন
দিব্যি চিৎ হয়ে
সিগারেট ফুঁকছিলাম বিছানায়।
যখন মনে এলো কথাটা, আমি তখন
দিব্যি চিৎ হয়ে
সিগারেট ফুঁকছিলাম বিছানায়।
বিধ্বস্ত হয়ে সুমন্ত
এলো
বিয়ের কার্ড দিয়ে গেল ডাকপিওন
নতুন নাটকের টিকিট কেটে আনলো মেয়েটি—
উঠতে হবে, ভাঙা হাড়গুলো জোড়া দিতে দিতে
উঠতে হবে এবার—
নতুন নাটকটা, ছুট্টে, শান্তভাবে, দেখে আসতে হবে—
সুমন্তকে খোঁজখবর দিতে হবে নতুন কোনো আস্তানার—
আর নব-দম্পতিকে, নব-দম্পতিকে গিয়ে কী বলবো?
কী বলা যায়?
সুখে থাকো?
ধুৎ।
বিয়ের কার্ড দিয়ে গেল ডাকপিওন
নতুন নাটকের টিকিট কেটে আনলো মেয়েটি—
উঠতে হবে, ভাঙা হাড়গুলো জোড়া দিতে দিতে
উঠতে হবে এবার—
নতুন নাটকটা, ছুট্টে, শান্তভাবে, দেখে আসতে হবে—
সুমন্তকে খোঁজখবর দিতে হবে নতুন কোনো আস্তানার—
আর নব-দম্পতিকে, নব-দম্পতিকে গিয়ে কী বলবো?
কী বলা যায়?
সুখে থাকো?
ধুৎ।
No comments:
Post a Comment