বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতাগুচ্ছ
ভাস্কর
চক্রবর্তী
সুন্দরীকে
কয়েকদিন শুধুই মনে হচ্ছে সবকিছুর থেকেই কেমন যেন দূরে সরে
এসেছি।
শুধু তিনতলার ঘরটা এখন আরো কাছাকাছি। আর সোনাঝুরি।
শুধু তিনতলার ঘরটা এখন আরো কাছাকাছি। আর সোনাঝুরি।
কোনোকিছুরই আমি পরোয়া করি না আর। কবিতা লিখতে এসেছিলাম,
কবিতা লিখে চলে যাবো।
তবু এই যে মমতাহীনতা আর কাঁটাতার, এই যে অনুভূতিহীনতা,
এই সবই আমাকে আজ গলা টিপে ধরেছে। ব্যাপার-স্যাপার
ভালো ঠেকছে না কিছুই।
অভিশাপগ্রস্ত দেবতার পায়ের পাতার মতো এই জীবনটা কোথায় আজ
রাখবো সুন্দরী? কোথায়?
কবিতা লিখে চলে যাবো।
তবু এই যে মমতাহীনতা আর কাঁটাতার, এই যে অনুভূতিহীনতা,
এই সবই আমাকে আজ গলা টিপে ধরেছে। ব্যাপার-স্যাপার
ভালো ঠেকছে না কিছুই।
অভিশাপগ্রস্ত দেবতার পায়ের পাতার মতো এই জীবনটা কোথায় আজ
রাখবো সুন্দরী? কোথায়?
No comments:
Post a Comment