বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ
| কবিতাগুচ্ছ
ভাস্কর
চক্রবর্তী
মানুষজীবন
ধোঁয়া থেকে সন্ধেবেলা
আজো ভেসে ওঠে সেই মুখ।
রাতগাড়ি চলে যায়
ভাঙাচোরা জীবনকে কিছুটা ঝাঁকিয়ে।
পাতাল, অনন্তকাল ঝুঁকে আছি--
ভালো, তবু
ভালো এই মানুষজীবন।
আজো ভেসে ওঠে সেই মুখ।
রাতগাড়ি চলে যায়
ভাঙাচোরা জীবনকে কিছুটা ঝাঁকিয়ে।
পাতাল, অনন্তকাল ঝুঁকে আছি--
ভালো, তবু
ভালো এই মানুষজীবন।
No comments:
Post a Comment