বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতাগুচ্ছ
ভাস্কর
চক্রবর্তী
ষাটের দশকের প্রেমিকাকে
হাওয়া বাতাসের রাত...
তোমার নিষিদ্ধ মুখ অস্বাভাবিক আছে ভেসে।
কালোজিরে ধনেপাতা নিয়ে
হয়তো-বা ফেঁসে গেছ খুব।
আমিও ফেঁসেছি প্রায় ঐরকম
ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাও তুমি?
তোমার নিষিদ্ধ মুখ অস্বাভাবিক আছে ভেসে।
হয়তো-বা ফেঁসে গেছ খুব।
No comments:
Post a Comment