প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ | ভাস্কর চক্রবর্তী | আকাশ অংশত মেঘলা থাকবে

বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ 

ভাস্কর চক্রবর্তী

আকাশ অংশত মেঘলা থাকবে


রাত্রিবেলা চৈত্রের আকাশ আজ কিছু কথা বলতে চাইছে।
বাংলা কবিতার মতো নির্জনতা ছুঁয়ে
এখন দাঁড়িয়ে আছি-- জানালায়-- এখন চোখের জল নেই।
আমার চোখের জল নিজেই দালাল হয়ে বিক্রী করেছি।
মা তুমি কেন যে এই
অসহায়তার ডিম ফেলে রেখে গেছ এই ঘরে
শুধু নিকোটিন আর নিকোটিনে পুড়ে যাচ্ছি-- তবু এই
বিষের রাজত্ব থেকে, দাঁত আর
নখের আড়াল থেকে-- দু-লাইন লিখছি এই-- শুধু মনে পড়ছে তোমাকে।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)