বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
ছায়ার আড়াল
নগরের বিশ্রাম কালে
বাষ্পজমা গলায় উচ্চারিত কিছু শব্দের মূর্ছনা
শরীরের দূরতম কোণে
আবরণ ঘূর্ণি আনে
ভাঙা রাস্তা দিয়ে
ফিরে আসে ফিরে আসে তোমার নিঃশ্বাস
অন্তরের অতলান্ত খুঁড়ে যজ্ঞ হয়
মধ্যরাত্রির নিভৃত আত্মা জুড়ে ঝিঁঝিপোকা ওড়ে
নানা-রকমের কান্না আসে বিছানায়
পরদিন ঠিকঠাক বেঁচে ওঠার জন্য
আমরা আবার জলে ডুব দিই।
বাষ্পজমা গলায় উচ্চারিত কিছু শব্দের মূর্ছনা
শরীরের দূরতম কোণে
আবরণ ঘূর্ণি আনে
ফিরে আসে ফিরে আসে তোমার নিঃশ্বাস
অন্তরের অতলান্ত খুঁড়ে যজ্ঞ হয়
মধ্যরাত্রির নিভৃত আত্মা জুড়ে ঝিঁঝিপোকা ওড়ে
নানা-রকমের কান্না আসে বিছানায়
পরদিন ঠিকঠাক বেঁচে ওঠার জন্য
আমরা আবার জলে ডুব দিই।
No comments:
Post a Comment