বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
জয়িতা বসাক
হেমন্তের চিঠি
অঘ্রান এলে একটা নদী
জেগে ওঠে,
ক্ষণজন্মা স্রোতের তিরতিরে প্রবাহ
বয়ে চলে নিরন্তর শিরা উপশিরা বেয়ে
আলোর কাছে কিছু কথা রাখা ছিল
গাছের ছায়ায় ছিল মায়াময় কিছু শব্দ
তবু, নদীজলে ভেসে আসেনি সংলাপ
হেমন্তের দিন ছোট হতে হতে এখন
তোমার টিপের মতো শান্ত আর স্থবির
আকাশপ্রদীপ জ্বেলে আসি রোজ,
যদি ইথারতরঙ্গে ভেসে ভেসে একদিন
উড়ে আসে কোনও জলজ সংকেত...
ক্ষণজন্মা স্রোতের তিরতিরে প্রবাহ
বয়ে চলে নিরন্তর শিরা উপশিরা বেয়ে
আলোর কাছে কিছু কথা রাখা ছিল
গাছের ছায়ায় ছিল মায়াময় কিছু শব্দ
তবু, নদীজলে ভেসে আসেনি সংলাপ
হেমন্তের দিন ছোট হতে হতে এখন
তোমার টিপের মতো শান্ত আর স্থবির
আকাশপ্রদীপ জ্বেলে আসি রোজ,
যদি ইথারতরঙ্গে ভেসে ভেসে একদিন
উড়ে আসে কোনও জলজ সংকেত...
জয়ী, খুব ভালো লাগলো তোমার হেমন্তের চিঠি। অপূর্ব।
ReplyDeleteধন্যবাদ দিদি ❤
ReplyDeleteঅসাধারন
ReplyDelete