বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
গোবিন্দ মোদক
রাত-প্রতীক্ষা
স্তব্ধ চরাচর জুড়ে
সমাহিত মৌনতা
বিবশ হয়ে আসা বোধ ও অনুভূতি
আর থোকা-থোকা কাজল অন্ধকার
যেন ধ্যাবড়া হয়ে লেগে থাকে রাত্রির চোখে,
তবু এ-সময় লেখা হয় অনেক নতুন গল্প
কাম... ক্রোধ… লোভ… মোহ… ইত্যাদির জারণ
পঞ্চরস আর জীবনের চাপানউতোর
কিংবা না-লেখা কবিতার অলীক শিরোনাম।
আর তুমি তো ভালই জানো যে
ঝুপসি ছায়ার থেকে ঘন অন্ধকারে
আর যাইহোক দৃষ্টি চলে না,
অতএব অমোঘ সূর্যোদয়ের জন্য
চলতে থাকে এক অনিবার্য রাত-প্রতীক্ষা।
বিবশ হয়ে আসা বোধ ও অনুভূতি
আর থোকা-থোকা কাজল অন্ধকার
যেন ধ্যাবড়া হয়ে লেগে থাকে রাত্রির চোখে,
তবু এ-সময় লেখা হয় অনেক নতুন গল্প
কাম... ক্রোধ… লোভ… মোহ… ইত্যাদির জারণ
পঞ্চরস আর জীবনের চাপানউতোর
কিংবা না-লেখা কবিতার অলীক শিরোনাম।
আর তুমি তো ভালই জানো যে
ঝুপসি ছায়ার থেকে ঘন অন্ধকারে
আর যাইহোক দৃষ্টি চলে না,
অতএব অমোঘ সূর্যোদয়ের জন্য
চলতে থাকে এক অনিবার্য রাত-প্রতীক্ষা।
🙏🌹🙏
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteচমৎকার! ভালো লাগলো পড়ে।
ReplyDelete