প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | নিয়ন্ত্রিত বিভ্রাট | মধুপর্ণা বসু

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

মধুপর্ণা বসু

নিয়ন্ত্রিত বিভ্রাট


বুনিয়াদি কান্নার নিরেট শিলাস্তরে বোবা শব্দের অস্পষ্ট পেনসিলের দাগ; সেটাই মূল বিষয় ছিল একসময়,
কত কী আঁকা হয়, প্রতিবর্ত ক্রিয়ায়।
অজান্তে চরম গোপনীয় ইচ্ছেরা নিজেদের
কেমন মুক্ত করে ফেলে।
আসলে এই অনুভূতিতে বিস্ময়, অভিনবত্ব,
হতাশার পরেও থেকে যায়, হাল্কা অনুভব।
দূরগামী জাহাজের উত্থানের দিকে তাকিয়ে
তটের বিচ্ছিন্নতা আক্ষেপ করে কিনা অজানা-
কে যে বেশি সুখী এ ভাবনা হাস্যকর রকমের অকেজো,
আবার ঠিক বালি ছুঁয়ে থাকার নিশ্চয়তা দ্বৈত প্রতিক্রিয়া ঘটায় মাথার বস্তুতে-
ক্যাথারসিস এনে দেয়, যেন ক্লাইম্যাক্সের
পরের আবেগসূচক শীৎকার।
আকস্মিকতায় হতভম্ব মনের আঘাত কিছু শব্দ দিয়ে গেঁথে দেবার চেষ্টা আমার নিতান্ত বাতুলতা।
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)