বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
পিয়াংকী
পুরস্কার
ধুলোপড়া সেতার থেকে যদি হঠাৎ টিকটিকি বেরিয়ে আসে,
যদি কোনো এক ভোরে আপনার ভোটার নম্বরে আচমকা বেজে ওঠে রিংটোন
কীভাবে দৌড়বেন?
কোমরের তাগায় তো ততক্ষণে ঝুলে গেছে মৃত আঁশ, মহিষ এবং মালের হিসেব
কুয়ো খোঁড়া বাস্তুতে জল
ভিজে যাচ্ছে জমানো টাকা এবং এবং এবং...
ব্যালট পেপার লিটমাস নয়।
তবু অন্ধকূপ থেকে কেউ একজন তুলে আনবে আপনার কঙ্কাল
আনন্দ করুন, শিলমোহরে দাগিয়েছেন যত মৃতঘুম
ঠোঁট সেলাইসহ যত প্রয়োজনীয়—
অপেক্ষা করছি, শেষ ফেরৎটুকুর জন্য
টিকটিকি বলুন মাকড়সা বলুন, আরশোলাও বলতে পারেন
কিন্তু ভিখারি বলবেন না
একটি সাদা তর্জনীর দিব্যি — সময় আছে। অন্ধ হবার আগে নিজেকে
বাঁচান...
যদি কোনো এক ভোরে আপনার ভোটার নম্বরে আচমকা বেজে ওঠে রিংটোন
কীভাবে দৌড়বেন?
কোমরের তাগায় তো ততক্ষণে ঝুলে গেছে মৃত আঁশ, মহিষ এবং মালের হিসেব
ভিজে যাচ্ছে জমানো টাকা এবং এবং এবং...
ব্যালট পেপার লিটমাস নয়।
তবু অন্ধকূপ থেকে কেউ একজন তুলে আনবে আপনার কঙ্কাল
ঠোঁট সেলাইসহ যত প্রয়োজনীয়—
অপেক্ষা করছি, শেষ ফেরৎটুকুর জন্য
কিন্তু ভিখারি বলবেন না
খুব ভালো কবিতা
ReplyDelete