বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
ফটিক চৌধুরী
সন্ধ্যাতারা দেখব বলে
এই দহন দিনে
নিজেকে কত আর বহন করি!
সারাটা দুপুর
খুঁজছি ছায়া
গাছেরা খেলে লুকোচুরি খেলা।
একাকী দাঁড়িয়ে
নির্জন দুপুর
ছুঁয়ে থাকে বিষণ্ণতা।
সারাদিন বসে থাকি
হাপিত্যেশ সারাটাদিন!
সন্ধ্যাতারা দেখব বলে।
নিজেকে কত আর বহন করি!
সারাটা দুপুর
খুঁজছি ছায়া
গাছেরা খেলে লুকোচুরি খেলা।
নির্জন দুপুর
ছুঁয়ে থাকে বিষণ্ণতা।
সারাদিন বসে থাকি
হাপিত্যেশ সারাটাদিন!
No comments:
Post a Comment