বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
কবিতাগুচ্ছ
যশোধরা
রায়চৌধুরী
মিথ্যা
মিথ্যা আর নীরবতায় ডুবিয়ে দেওয়া এক রাশ মানুষকে
কোন অত্যাচার অধিক, মরণোপম, ক্লেশদানকারী?
কে জানে, মেয়েরা ছাড়া?
রাত্রিকে তো মেয়েরাই জেনেছে
আর, কবিরা।
কোন অত্যাচার অধিক, মরণোপম, ক্লেশদানকারী?
রাত্রিকে তো মেয়েরাই জেনেছে
No comments:
Post a Comment