বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
কবিতাগুচ্ছ
যশোধরা
রায়চৌধুরী
আমরা
সাদা তরলের মতো নেমে আসছে ভয়।
বিবরণধর্মী সব জানালা খুলেছে
প্রতি জানালায় আছে বিবর্ণ মুখেরা
প্রত্যেকে দৃষ্টির মধ্যে মিশিয়েছে করুণাপ্রতিমা
বিবরণধর্মী সব জানালা খুলেছে
প্রতি জানালায় আছে বিবর্ণ মুখেরা
প্রত্যেকে দৃষ্টির মধ্যে মিশিয়েছে করুণাপ্রতিমা
তবু যেন ভয়কে মোছার মতো যথেষ্ট ব্যান্ডেজ, গজ নেই
নেই গামছা, কাপড়, কিংবা কোন
প্রাচীন গোপন শুকনো গল্প, যার মানে
জীবন রুটিন কিন্তু জীবন নিশ্চিন্ত করা, ভাল
প্রতিদিন নিরীহ জীবনে মিশছে অন্ধকার ভয়াবহ কালো
অনেকটা ভয়ের গল্প। তরলে যেভাবে গুলে যায়
বিষের সূক্ষ্ম সংকেত।
জানালায় জানালায় বসে আছে আমাদের মুখ নয়,
মুখোশের প্রেত।
নেই গামছা, কাপড়, কিংবা কোন
প্রাচীন গোপন শুকনো গল্প, যার মানে
জীবন রুটিন কিন্তু জীবন নিশ্চিন্ত করা, ভাল
অনেকটা ভয়ের গল্প। তরলে যেভাবে গুলে যায়
বিষের সূক্ষ্ম সংকেত।
মুখোশের প্রেত।
No comments:
Post a Comment