বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
কবিতাগুচ্ছ
যশোধরা
রায়চৌধুরী
মহব্বতের দিন
নৃশংস ভূতত্ত্ব জানো, কেটে ফেলা অরণ্যানী জানো
প্রতিদিন প্রতিপল মানুষের অন্ধ আত্মাহুতি
এই ধ্বংসের সাথে চিরন্তন বেঁধে থাকা শুধু
আজো কাঠ কাটতে আসে, তুমুল গরিবি
গাছের শবের সাথে একটা দুটো শব
প্রকৃতিপ্রেমীরও যায়। দাহে।
তথাপি বৃষ্টিহীন, তথাপি তুমুল গাঢ় পাত্থরমিট্টির অববাহে
সারি সারি নদী শুয়ে থাকে, খরা বুকে
সারি সারি মৃত নদী, খাতটুকু পড়ে আছে, জল গেছে নলবাহী
অন্য কোন দেহে
তবু মৌসুমীবায়ু তথাপি করুণ লোকালয়ে
একদিন ভেসে যাবে প্রেম
একদিন ঝরবে একটি দুটি
অন্ধের স্পর্শসম বৃষ্টিকণা, সেইদিন আমরা এসে জুটি
ভিডিও বানাই আর ফোটো তুলি, আর প্রেমগানে
ভেসে যাই... আমাদের ভবিষ্যৎ এসব গোপন পাপ জানে?
প্রতিদিন প্রতিপল মানুষের অন্ধ আত্মাহুতি
এই ধ্বংসের সাথে চিরন্তন বেঁধে থাকা শুধু
গাছের শবের সাথে একটা দুটো শব
প্রকৃতিপ্রেমীরও যায়। দাহে।
সারি সারি নদী শুয়ে থাকে, খরা বুকে
সারি সারি মৃত নদী, খাতটুকু পড়ে আছে, জল গেছে নলবাহী
অন্য কোন দেহে
একদিন ভেসে যাবে প্রেম
একদিন ঝরবে একটি দুটি
অন্ধের স্পর্শসম বৃষ্টিকণা, সেইদিন আমরা এসে জুটি
ভেসে যাই... আমাদের ভবিষ্যৎ এসব গোপন পাপ জানে?
No comments:
Post a Comment