প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

চেতনাকে বসুন্ধরা দেবী | কুন্তলা ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/হলদে খাম/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | হলদে খাম

কুন্তলা ঘোষ

চেতনাকে বসুন্ধরা দেবী


"একবার তুই একটু অতীতে ফিরে গিয়ে, গুহার আঁধার থেকে তুলে নিয়ে আয় তোর আর আমার সম্পর্ক। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাক তোর আর আমার নাড়ির টান।"


প্রিয় চেতনা—
আশা করি তোর চেতনার অতলান্তে এখনো নিমজ্জিত হইনি। এই তো সেদিনের কথা, যখন তুই ভাল করে দাঁড়াতে পারতিস না, হাঁটতে পারতিস না সোজা হয়ে। গুহার আঁধার কী করে দূর করবি তাও জানতিস না। তারপর একটু একটু করে আমার সরসে সবল হলি, চকমকি ঠুকে জ্বাললি আলো, শিখলি চাকার ব্যবহার। আর আজ আকাশযানে দুরন্ত গতিতে 
তোর ছুটে চলা। তোর ছাগলের ক্ষুরের ন্যায় কঠিন জুতোর পদাঘাত আমার সরস কোমল বুকে জ্বালা ধরায়। তোর তথাকথিত প্রগতির গতির রাশ রাশ কালো ধোঁয়ার শৃঙ্খল, আমার গলায় হিংস্র অ্যানাকুন্ডার মতো জড়িয়ে ধরে আমার শ্বাসরোধ করে। তোর ভোজন বিলাসিতায় আমি খুব খুশি, কিন্তু তোর ভোজন ব্রাত্য নন ইকো ফ্রেন্ডলি রূঢ় প্লাস্টিকের আধিক্য আমার পছন্দের আবরণের রং লাল-নীল-হলুদ করে তুলেছে। তোর পছন্দের পানীয়ের ব্রাত্য বোতলের কঠিন কাচের ফলা দিনের পর দিন আমার নরম শরীরকে ক্ষত-বিক্ষত করছে। তোর বিলাসবহুল বাসস্হান আর আসবাবপত্র হরণ করছে আমার সবুজ বসন। এর পরেও কি আমি তোর অবচেতনেই থাকব? তোর চেতনায় ঠাঁই হবে না আমার? ইথারের স্রোতে ভেসে যাস তুই প্রিয় বন্ধুর সাথে সেলফোনে। সে স্রোতে, জ্বালা ধরে আমার অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে। একবার, একবার তুই একটু অতীতে ফিরে গিয়ে, গুহার আঁধার থেকে তুলে নিয়ে আয় তোর আর আমার সম্পর্ক। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাক তোর আর আমার নাড়ির টান। এই বেড়ে চলা বিশ্ব উষ্ণায়নের মাঝে, তোর মনোরম শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ব্যস্ত কাজের ফাঁকে একবার তোর চেতনায় ঠাঁই দিস আমায়। যাতে অদূর ভবিষ্যতে তোকেও না পড়তে হয় এই জ্বালাময়ী যন্ত্রণায়।
 
ইতি—
মাতা বসুন্ধরা দেবী।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)