বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
বিশ্ব প্রসাদ ঘোষ
মিতালি
শরীর জানে কতটা দূরত্ব
পার হলে
পরিপূর্ণ শুদ্ধ হওয়া যায়।
শরীর জানে রাধাচূড়ার কতটা কাছে গেলে
বসন্তকে পাওয়া যায়—
পরিপূর্ণ শুদ্ধ হওয়া যায়।
শরীর জানে রাধাচূড়ার কতটা কাছে গেলে
বসন্তকে পাওয়া যায়—
আরও জানে ঝর্নার কাছে
যেতে গেলে
কতটা পাহাড়ি পথ হাঁটতে হবে—
এত সব জেনেও
মনের সতর্ক শাসনে
সে খুবই বিব্রত,
তাই মনের সঙ্গে মিতালি পাতাতে
সে এখন অনেকটা সময় তাকে
কবিতা পড়ে শোনাচ্ছে—
কতটা পাহাড়ি পথ হাঁটতে হবে—
মনের সতর্ক শাসনে
সে খুবই বিব্রত,
তাই মনের সঙ্গে মিতালি পাতাতে
সে এখন অনেকটা সময় তাকে
কবিতা পড়ে শোনাচ্ছে—
No comments:
Post a Comment