বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
নিমাই জানা
অসঙ্গত দৃশ্যের পরাবাস্তব ও বহুমুখী ঘোড়াদের শীঘ্রপতন
দৃশ্য এক
চন্দ্র ও নক্ষত্রের কোষীয় মহাকর্ষের উপগ্রহ মহাদেশগুলি প্রিয় কর্ষণ শব্দ করছে। বলাৎকার ও যোজন তত্ত্ব। সাংখ্য যোগের দর্শন। জননতন্ত্রের অবিনশ্বর নেশা ও চমক কম্পাঙ্কের। তড়িৎ
চন্দ্র ও নক্ষত্রের কোষীয় মহাকর্ষের উপগ্রহ মহাদেশগুলি প্রিয় কর্ষণ শব্দ করছে। বলাৎকার ও যোজন তত্ত্ব। সাংখ্য যোগের দর্শন। জননতন্ত্রের অবিনশ্বর নেশা ও চমক কম্পাঙ্কের। তড়িৎ
রক্তস্রাবের নদীটি কি অন্ত্যজ
রস উদ্ভূত? কোষ ও অধ্যক্ষ ৫ম শ্মশানের দিকে নীল রেডিয়ামের চোখ করে তাকিয়ে আছে
মহিষের কাটা লকলকে লবণাক্ত জরাক্রান্ত কাটা জিভ।
দৃশ্য
দুই
ভেন্টিলেশন। স্ট্রেচারে তক্ষক দংশনের ১০ম ভেনাম। আত্মহত্যার হলুদ নাইলন দড়ি। হরমোন বর্ধিত ওষুধের কৌটো। এট্রোপিন অ্যাম্পুল। শিরদাঁড়ার বিটা ব্লকার ইনজেকশন, রাতের আধখাওয়া শ্যাওলা ও মৃতদেহের নষ্ট পায়খানা শাওয়ারের নীচে অস্ত্র ধুচ্ছে। পিত্তবমি বংশগতির প্রথম সূত্র মানে না।
ভেন্টিলেশন। স্ট্রেচারে তক্ষক দংশনের ১০ম ভেনাম। আত্মহত্যার হলুদ নাইলন দড়ি। হরমোন বর্ধিত ওষুধের কৌটো। এট্রোপিন অ্যাম্পুল। শিরদাঁড়ার বিটা ব্লকার ইনজেকশন, রাতের আধখাওয়া শ্যাওলা ও মৃতদেহের নষ্ট পায়খানা শাওয়ারের নীচে অস্ত্র ধুচ্ছে। পিত্তবমি বংশগতির প্রথম সূত্র মানে না।
দৃশ্য তিন
চুল্লিটি ও অনিয়মিত মাসিক রোগাক্রান্ত। বৃষ্টিতে বাজপাখি ছুঁয়ে ফ্যালে উনানের দ্বিবীজপত্রী স্তন। উল্টো মুখে পুড়তে থাকে করোটি ঘ্রাণের ঘৃতকুমারী গন্ধ। কয়লায় কয়লায় অগ্নিসংযোগ, নিরক্ষীয় জীবাশ্মের কর্কট। বারাণসী হরিদ্বারে আত্মীয়েরা পোড়ে।
চুল্লিটি ও অনিয়মিত মাসিক রোগাক্রান্ত। বৃষ্টিতে বাজপাখি ছুঁয়ে ফ্যালে উনানের দ্বিবীজপত্রী স্তন। উল্টো মুখে পুড়তে থাকে করোটি ঘ্রাণের ঘৃতকুমারী গন্ধ। কয়লায় কয়লায় অগ্নিসংযোগ, নিরক্ষীয় জীবাশ্মের কর্কট। বারাণসী হরিদ্বারে আত্মীয়েরা পোড়ে।
No comments:
Post a Comment