বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
তাপস মাইতি
এ দেখা সেরকম নয়
যেরকম দ্যাখো এদেখা সেরকম নয়
কাচ গুঁড়োর মতো লাগছিল চোখের ঝাপটা
আগের সেই পড়া নেই আমার তাকানোগুলোকে নিয়ে যেভাবে বৃষ্টি ঝরাতে
কাচ গুঁড়োর মতো লাগছিল চোখের ঝাপটা
আগের সেই পড়া নেই আমার তাকানোগুলোকে নিয়ে যেভাবে বৃষ্টি ঝরাতে
এখন কাক চোখে
আমার দিকে চেয়ে হাসো
আমার দিকে চেয়ে হাসো
আমার প্রিয় হরিণ চোখের ইশারায়
আর ডাকোও না
আর ডাকোও না
No comments:
Post a Comment